
ওঙ্কার ডেস্কঃ বড়সড় বিমান দুর্ঘটনা কানাডার টরেন্টো বিমানবন্দরে। অবতরণের সময় উল্টে ডেল্টা এয়ারলাইন্সের বিমান। রানওয়ের উপর বরফ জমে থাকার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী দল। দুর্ঘটনার সময় বিমানটিতে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন আহত হয়েছেন বলে খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।
ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটি মিনিয়াপোলিস থেকে টরেন্টোয় আসছিল। তবে অবতরণের সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে উলটে যায় বিমানটি। তবে পাইলটের দক্ষতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় যাত্রীদের। দুর্ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বরফের উপর অবতরণ করছে বিমানটি। মুহূর্তের মধ্যেই দেখা যায়, বিমান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারপরেই আগুন লেগে যায় বিমানটিতে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার পর বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।