
ওঙ্কার ডেস্ক : আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাহায্যে চলা বাংলাদেশের প্রকল্পগুলির কাজ বন্ধ হয়ে যাওয়ায় রুজিরুটি হারাচ্ছেন কর্মীরা। দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এই সংকটের কথা তুলে ধরেছে বাংলাদেশের সংবাদমাধ্যম। গনঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতায় বাংলাদেশ থেকে আমেড়ীকা আর্থিক সাহায্যের হাত সরিয়ে নেওয়ায় থমকে গিয়েছে বহু প্রকল্পের কাজ। আপাতত ৯০ দিনের জন্য এই সাহায্য বন্ধ থাকবে বলে জানান হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, এই তিন মাস ইউএসএইডর যাবতীয় সাহায্য খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আমেরিকার সভাপতি পদে ট্রাম্প আসার পর বাংলাদেশের উপর যে খাড়া নামতে চলেছে তা আগেই আন্দাজ করেছিল আন্তর্জাতিক মহল। যদিও ইউনূস সরকারের তরফ থেকে এ বিষয়ে তেমন কোনো হেলদোল চোখে পড়েনি। তাই আমেরিকা হঠাৎই হাত গুটিয়ে নেওয়ায় চরম বিপাকে পড়েছেন ইউএসএইড প্রকল্পের সঙ্গে যুক্ত বাংলাদেশের ২০ হাজার কর্মচারী। যদিও ৯০ দিনের পর এই অচলায়তন কেটে যাবে বলে মনে করছে ঢাকা। এতে অবশ্য দুশ্চিন্তা যাচ্ছে না কর্মীদের। এইতিমধ্যে বহু কর্মী চাকরিহারা হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।