
ওঙ্কার ডেস্ক: কাশ্মীরে একাধিক হামলার পিছনে তার হাত ছিল। শুধু তাই নয় জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ঘনিষ্ট ছিল সে। সেই জঙ্গি আবু কাতালের মৃত্যু হল পাকিস্তানে। আততায়ীরা তাকে গুলি চালিয়ে খুন করেছে বলে জানা গিয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় গাড়ি করে যাচ্ছিল কাতাল। সেই সময় অজ্ঞাত পরিচয়ের আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। শুধু কাতাল নয়, তার গাড়ির চালককেও গুলি করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। কারা ওই জঙ্গিকে খুন করল, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, মুম্বইয়ে ২৬/১১ হামলার পিছনে হাত থাকা হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিল এই কাতাল। কাতালকে লস্কর-ই-তৈবার প্রধান অপারেশনাল কম্যান্ডার হিসেবে নিয়োগ করেছিল হাফিজ।পাকিস্তানে একাধিক নামে পরিচিত ছিল নিহত ওই জঙ্গি। কখনও ফয়সল নাদিম, কখনও কাতাল সিন্ধি নাম নিয়ে ঘুরে বেড়াত সে।
গত বছরের ৯ জুন জম্মুকাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থীদের এক বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলার পরিকল্পনাকারী এবং পরিচালক ছিল ওই কাতাল। শুধু তাই নয়, ২০২৩ সালে রাজৌরিতে যে সন্ত্রাসবাদী হামলা চলেছিল তার অন্যতম চক্রী ছিল কাতাল। সেই ঘটনার পর ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ যে চার্জশিট দিয়েছে, সেখানে কাতালের নাম রয়েছে।