
ওঙ্কার বাংলা ডেস্ক: সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে। কখনওবা সেদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা কলকাতা দখলের হুমকি দিয়েছেন, কখনওবা এপার বাংলা থেকেও পাল্টা হুঁশিয়ারি। সামরিক দিয়ে ভারতের তুলনায় অনেকটাই দুর্বল বাংলাদেশ। কিন্তু জানেন কি বাংলাদেশের হাতে কী কী অস্ত্র রয়েছে? এই প্রতিবেদন সেই বিষয় নিয়ে।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বে সামরিক শক্তির দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ৩৭ তম। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিমান ও হেলিকপ্টার মিলিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর কাছে রয়েছে ২১২টি বিমান। যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে ৪৪টি। যুদ্ধবিমানগুলি চিন ও রাশিয়ার তৈরি। বিমানবাহিনীর কাছে রাশিয়া ও আমেরিকা থেকে কেনা হেলিকপ্টার রয়েছে ৭৩টি। আর ড্রোন রয়েছে ৪৪ টি। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে দুটি সাবমেরিন। দুটিই চিনের তৈরি বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনীর কাছে সবমিলিয়ে নৌ-যান রয়েছে ১১৭ টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক। ওয়্যার পাওয়ার বাংলাদেশ জানিয়েছে, যার মধ্যে অন্তত ২৮১টি চীনের তৈরি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৭৭টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। যার মধ্যে চীনের তৈরি ৪৯টি এবং তুরস্কের ২৮ টি। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সবমিলিয়ে রয়েছে ৪৬৪টি কামান।
১৯৬৭ সালে ঢাকার কাছে গাজিপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে যা বন্ধ হয়ে যায়। পরে ১৯৭৭ সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয়। অস্ত্র এবং গোলাবারুদ দুটিই তৈরি হয় এই কারখানায়।