
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের আগে থেকে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ। নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও দেশের নানা জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। সেই আবহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলায় অন্তত ১০০জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পুলিশের তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করছে, সংখ্যালঘুদের উপর মোট ১ হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ২ হাজার ১০টি অভিযোগ দায়ের হয়েছে।
সূত্রের খবর, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলায় অন্তত ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে অন্তর্বর্তী সরকারের বক্তব্য, দেশজুড়ে যে কোনও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এছাড়া অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক হামলার ঘটনার ঘটলে যাতে সহজে অভিযোগ জানানো হয়, সেজন্য হোয়াটস অ্যাপ নম্বরও চালু করেছে পুলিশ।