
ওঙ্কার ডেস্ক: ভারত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২৫০ এর বেশি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল ভারত সরকার। ২০২০ সালে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার পরে অবশেষে ৩৬টি চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল দিল্লি।
যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে বেশকিছু উল্লেখযোগ্য ডেটিং অ্যাপ। জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইয়ুকু, টাওবাও, টানটান এর মতো ডেটিং অ্যাপকে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সেই ৩৬টি অ্যাপ আবার গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়া ৩৬টি অ্যাপের মধ্যে মাত্র ১৩টি চীনা কোম্পানির বলে জানা গিয়েছে। বাকিগুলি ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, সেশেলস, জাপান এবং বাংলাদেশ নির্মাণ করেছে।
উল্লেখ্য, যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলি সফলভাবে রিব্রান্ডিং করতে সমর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে। গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও তথ্য গোপন রাখার উদ্দেশে কেন্দ্রীয় সরকার ২৬৭ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল।