
ওঙ্কার ডেস্ক: আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্বকে। আমন্ত্রিতের তালিকা থেকে বাদ থাকছেন না প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্বরাও। মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। আমন্ত্রিত ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকতে পারেন উবারের সিইও দারা খোসরোশাহীও।
ইতিমধ্যে ট্রাম্প জয়ী হওয়ার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই, অ্যাপলের সিইও টিম কুক। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও। তবে ২০ তারিখের অভিষেক অনুষ্ঠানে তাঁরা থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে এলাহি আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে মেটা ও অ্যামাজনের তরফে অভিষেক অনুষ্ঠানের বিশেষ তহবিলে মোটা অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এই দুই সংস্থা অনুদান হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। ওপেনএআই সংস্থার প্রধান স্যাম অল্টম্যান ব্যক্তিগতভাবে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছেন।