
ওঙ্কার ডেস্ক: পর্ন তারকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তা যাতে প্রকাশ্যে না আসে সেজন্যে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। নিউইয়র্ক আদালতের ১১ সদস্যের জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল।
এদিন নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত রায় দিয়ে জানিয়েছে, ট্রাম্পকে জেলে যেতে হবে না। ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসার আগে আদালতের এই রায়ে স্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প।
অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সময়টা ছিল ২০০৬ সাল। সেই ঘটনার কথা যাতে প্রকাশ্যে না আসে, সেজন্যে ২০১৬ সালের প্রেসিডেন্ট ভোটের আগে স্টর্মিকে মোটা অঙ্কের ডলার ঘুষ দেন।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সেইসময়ে ট্রাম্প ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন পর্ন তারকার মুখ বন্ধ রাখার শর্তে। শুধু তাই নয়, সেই অর্থ দেওয়ার সময় ট্রাম্প ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ। যদিও পরে ট্রাম্প বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন।
এই মামলায় ২০২৩ সালের মার্চে ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল নিউইয়র্কের গ্র্যান্ড জুরি। সেইবছর এপ্রিলে তাঁকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরে জামিনে মুক্তি পেয়েছিলেন এই প্রবীণ নেতা।
শনিবার আদালতের রায় ঘোষণার পর গোটা বিষয়টির পিছনে আরও আরেকবার ‘রাজনৈতিক চক্রান্ত’র অভিযোগ তুললেন ট্রাম্প।