
ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের সেনাবাহিনী গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালাল। গাজার বিভিন্ন জায়গায় হামলার ফলে ২০০ এর বেশি প্যালেস্তাইনের নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র খলিল আল দেকরান।
প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলের বাহিনী। এই হামলায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু ও মহিলা রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন,গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস, রাফা-সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলের বাহিনী। অন্যদিকে ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গাজা ভূখণ্ডের বেশ কয়েকটি জায়গাকে তারা লক্ষ্যবস্তু করেছে। এই হামলা অনির্দিষ্ট কালের জন্য অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইজরায়েল।
উল্লেখ্য, হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয় গত ১৯ জানুয়ারি। কয়েক সপ্তাহ ধরে সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। তার পর থেকে ইজরায়েলি সেনাবাহিনী নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। অন্যদিকে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে ইজরায়েল। আর এর ফলে গাজায় আটকে থাকা ৫৯ জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে ইজরায়েল।