
ওঙ্কার ডেস্ক: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানাল ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। দুই দেশের সীমান্তে উত্তেজনার মাঝে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
গত ১৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেয় ভারত ও বাংলাদেশ। সেই সম্মেলনের ফাঁকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ জানান তৌহিদ।
তৌহিদ হোসেন এদিন সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে (জয়শঙ্কর) আমন্ত্রণ জানিয়েছি। বলেছি, আমাদের তো বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি, আমাদের বিদেশমন্ত্রী গতবার আপনাদের দেশে গেছেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি সময় জানালে আমরা ব্যবস্থা করব।’ ঢাকার আমন্ত্রণের বিষয়ে এস জয়শঙ্কর ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান তিনি। দুই দেশের আলোচনায় সম্পর্কের যাতে উন্নতি হয় সেটা দেখার কথা বলা হয় উভয়ের তরফে।