
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটেনেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে সেদেশের সরকার। ব্রিটেনে থাকা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সক্রিয়তা বাড়িয়েছে কিয়ের স্টার্মারের সরকার।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, অবৈধ অভিবাসীদের ধরতে ব্রিটেনের ভারতীয় রেস্তোরাঁ এবং গাড়ি পরিষ্কার করার দোকানগুলিতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে বহু ভারতীয়কে অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের দফতর থেকে জানানো হয়েছে, উত্তর ইংল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে অবৈধ অভিবাসী সন্দেহে ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও চার জনকে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার এই অভিযান নিয়ে বলেন, ‘বহু দিন ধরে নিয়োগকারীরা অবৈধ ভাবে শ্রমিক নিয়োগ করে তাঁদের শোষণ করেছেন। এই সমস্ত শ্রমিক অবৈধ ভাবে কাজ করে গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি।’ গত জানুয়ারি মাসে ৮২৮টি জায়গায় অভিযান চালান হয়েছে বলে ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে। এক মাসে গ্রেফতার করা হয়েছে ৬০৯ জনকে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন সেদেশে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। সেই মতো পদক্ষেপও শুরু করে দেউ ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে ১০৪ জন অবৈধ অভিবাসীকে সেনা বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। এবার সেই পথে হাটল ব্রিটেনও।