
ওঙ্কার ডেস্ক: ভারত, জাপান, চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পড়ুয়ারা গোল্ড কার্ড প্রকল্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি পাবেন বলে জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একটি অনুষ্ঠানে ‘গোল্ড কার্ড’ সংক্রান্ত আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকায় অবৈধ অভিবাসীদের বাড়বাড়ন্তের জন্য প্রকৃত মেধাবীরা কদর পাচ্ছেন না। তাই মার্কিন মুলুকে পড়াশোনা করলেও বাধ্য হয়ে তারা দেশে ফিরে যাচ্ছেন। ওই মেধাবী পড়ুয়াদের ইচ্ছা থাকলেও তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে পারছেন না। এবার গোল্ড কার্ডের আওতায় তাঁরা চাকরি করতে পারবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত, চিন, জাপান বা অন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসে। তারা হার্ভার্ডে যায় বা অন্য নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এখান থেকে তারা চাকরির প্রস্তাব পায়। কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায় কারণ, ওই সংস্থার কর্তৃপক্ষ জানেই না আদৌ তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবে কি না। প্রচলিত অভিবাসন নীতি এই সমস্যার জন্ম দিয়েছে।’
ট্রাম্পের কথায় উঠে আসে মেধাবীদের কদর করার কথা। তিনি বলেন, প্রকৃত মেধাবীরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে নিজেদের দেশে গিয়ে বড় বড় সংস্থা খুলছে। তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যায়, তাহলে আদতে লাভবান হবে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, মার্কিন মুলুকের নাগরিক হওয়ার জন্য গোল্ড কার্ড প্রকল্পের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মুদ্রায় সাড়ে ৪৩ কোটি টাকার বিনিময়ে সেদেশের নাগরিকত্ব নেওয়া যাবে।