
ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথগ্রহণ করার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করলেন ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের সঙ্গে। ওই বৈঠকের ফল ইতিবাচক। এর জেরে ট্রাম্প জমানায় মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্ব বাড়ছে ভারতের।
সোমবার ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উপস্থিত অতিথিদের মধ্যে জয়শঙ্করের বসার আসন ছিল একেবারে সামনের সারিতে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারো রুবিও এবং মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর।
সূত্রের খবর, এই বৈঠকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক অংশিদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে একঘণ্টার বেশি সময় ধরে। এই আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রস্থিত ভারতের রাষ্ট্রদূতও।
বৈঠকের পরে মারো রুবি এবং জয়শঙ্কর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। এরপর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন, বৈঠকে আলোচিত বিষয়ের মধ্যে ছিল নানাবিধ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারো রুবিও এবং মাইক ওয়ালজের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়েছে হোয়াইট হাউসে।