
ওঙ্কার ডেস্ক: তথ্য চুরির অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ অমিত গুপ্তাকে তিন মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে কাতারে। গুজরাটের ভাদোদরার বাসিন্দা অমিতকে ভারতের তরফে সমস্ত সহযোগিতা করা হচ্ছে বলে এই বিষয়টির সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন।
তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রার একজন সিনিয়র কর্মচারী অমিত। তাঁর মা পুষ্পা গুপ্তা ভদোদরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গত ১ জানুয়ারী কাতার কর্তৃপক্ষ অমিতকে আটক করেছে। অমিতকে কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা আটক করেছে বলে জানিয়েছেন তাঁর বাবা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের জন্য কাতার কর্তৃপক্ষ অমিতকে আটক করেছে, সে বিষয়ে কাতারের ভারতীয় দূতাবাস অবগত। অন্যদিকে অমিতের পরিবারের দাবি, তাঁদের ছেলে নির্দোষ। তাঁর বিরুদ্ধে ‘তথ্য চুরির মিথ্যা অভিযোগ’ আনা হয়েছে। অমিতকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অফিস যাতে হস্তক্ষেপ করে সেই দাবি করেছেন কাতারে আটকে থাকা প্রযুক্তিবিদের পরিবার।
অমিত গুপ্তার বিরুদ্ধে কাতার কর্তৃপক্ষের আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত না প্রকাশ করে এক আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের দূতাবাস এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যাহত রেখেছে এবং মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে অমিতের পরিবার, তাঁর আইনজীবী এবং কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা। পুষ্পা দেবী কাতারে গিয়ে সেখানে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন বলে জানিয়েছেন। রাষ্ট্রদূতকে উল্লেখ করে তিনি বলেন এখনও পর্যন্ত কোনও ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া যায়নি।
অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী সংবাদমাধ্যমকে বলেন, ভদোদরার বাসিন্দা অমিত গুপ্তা গত ১০ বছর ধরে কাতারে টেক মাহিন্দ্রার হয়ে কাজ করছিলেন। কাতারের নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করে হেফাজতে নিয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে এক ভারতীয়কে আটক করেছিল কাতার কর্তৃপক্ষ। সেই ঘটনার পর এটি দ্বিতীয় ঘটনা।