
ওঙ্কার ডেস্ক: পৃথিবীর জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে দাবানল ঘোরতর সমস্যার আকার ধারণ করেছে বিশ্বের উন্নত দেশগুলোতেও। সেই তালিকায় অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ায় নতুন করে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন মুলুকের রাজনীতি ট্রাম্প বনাম বাইডেনের দ্বৈরথে ছিল উত্তপ্ত। এরপর প্রকৃতিও রুষ্ট।
চলতি সপ্তাহের গোড়া থেকে লস অ্যাঞ্জেলসে দাবানল হু-হু করে বাড়ছে। ১০ হাজার নাগরিক প্রাণভয়ে ভীত। দাবানল ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লস অ্যাঞ্জেলস থেকে ১ লক্ষের বেশি বাসিন্দাকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিশিষ্ট সেলিব্রিটিরা লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। সেলিব্রিটি মহলেও আতঙ্ক ছড়িয়েছে।
সূত্রের খবর, যে বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে, তা নিয়ন্ত্রণ করতে নাকানি-চোবানি খাচ্ছে প্রশাসন। ওই এলাকায় জরুরি অবস্থা জারি। দাবানল মোকাবিলায় অবসরপ্রাপ্ত দমকল কর্মীদের কাজে লাগানো হচ্ছে। এপর্যন্ত পাওয়া খবর অনুসারে, লস অ্যাঞ্জেলসে দাবানলে ১০০০টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত।
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসের বাতাস এখন দাবানলের ধোঁয়ায় ব্যাপক দূষিত। এই হেডলাইন মার্কিন সংবাদমাধ্যমগুলোর। শহর আকাশছোঁয়া ধোঁয়ায় ঢেকেছে, এদিকে জোরালো হাওয়া বইছে, একারণে দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সর্বতোভাবে চেষ্টা চলছে বলে জানান লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগের প্রধান অ্যান্থনি মারোন।
সূত্রের খবর, ইতিমধ্যে ১৬ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। চলতি সপ্তাহে দাবানলে মৃতের সংখ্যা শুরুতে দুই থাকলেও ক্রমে তা বেড়ে চলেছে। আগুনের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এদিকে এই ভয়াবহ দাবানল নেভানোর মতো পর্যাপ্ত জলের সঞ্চয় প্রশাসনের হাতে নেই। হলিউডের নানান অনুষ্ঠান দাবানলের কারণে বাতিল করা হয়েছে। হলিউডে বাতিল হয়েছে প্রসিদ্ধ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
ভিডিও দেখুন-