
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাবার এবং পুষ্টি খাতে সাহায্য বন্ধ না করার আশ্বাস পেয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশে আর্থিক সাহায্য দেওয়া ৯০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। বাংলাদেশের দাবি, রোহিঙ্গা শরণার্থীদের জন্য অনুদান বন্ধ করা হচ্ছে না ট্রাম্প প্রশাসনের তরফে।
প্রসঙ্গত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে জেরবার অন্তর্বর্তী সরকার। সেদেশে সরকারি হিসেবে এখনও পর্যন্ত ৭০ হাজার রোহিঙ্গা রয়েছেন। ইউএসএইড তাদের খাদ্যের জোগান বন্ধ না করায় যারপরনাই আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন মহম্মদ ইউনূস।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে কূটনীতি এবং বিদেশনীতিতে বড়সড় পরিবর্তন এসেছে। শপথ গ্রহণের দিন অর্থাৎ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেবেন সবচেয়ে বেশি। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপর একমাত্র ইজরায়েল এবং মিশর ছাড়া সব দেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত আর কোনও আর্থিক সাহায্য দেওয়া হবে না বলে জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। তবে ভারতের ক্ষেত্রে অনুদান বন্ধ করা হবে কি না সে বিষয়ে এখনও কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন