
ওয়েব ডেস্ক: লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল আরও বাড়ছে। আগুন নেভার পরিবর্তে দাবানল ছড়িয়ে পড়ছে বৃহত্তর লস অ্যাঞ্জেলসে। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলসের দাবানলে ২৮জনের মৃত্যু হয়েছে। তবে বৃহত্তর লস অ্যাঞ্জেলসে দাবানল নতুন করে ছড়িয়ে পড়ার ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি। সূত্রের খবর, তীব্র গতিতে বাতাস বইছে। সেকারণে দাবানল হু-হু করে ছড়াচ্ছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার বৃহত্তর লস অ্যাঞ্জেলসের দাবানল ৮ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়েছে। ধোঁয়ায় দমবন্ধ হওয়ার উপক্রম। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদিন দাবানল উত্তর লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়ার পর এলাকার ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
এপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন উত্তর লস অ্যাঞ্জলসের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাননি। স্থানীয় প্রশাসন অবশ্য জরুরি সতর্কতা জারি করেছে। লস অ্যাঞ্জলসের কান্ট্রি শেরিফ রবার্ট জেনসেন বলেছেন, ‘স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। জেল থেকে ইতিমধ্যে ৫০০জন বন্দিকে সরানো হয়েছে’।
মার্কিন মুলুকের টেলিভিশন চ্যানেলগুলিতে ফলাও করে সম্প্রচারিত বৃহত্তর লস অ্যাঞ্জলসে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলের ছবি। আগুন নেভানোর কাজে হেলিকপ্টার এবং বিমান থেকে জল ফেলা হচ্ছে।
ভিডিও দেখুন-