
ওঙ্কার ডেস্ক: ‘ইউনুস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়,’ স্লোগান উঠল বাংলাদেশে। স্লোগান দিল সেদেশের ছাত্ররা। তবে কি ক্ষমতা হারাতে চলেছেন মহম্মদ ইউনুস? দেশজুড়ে যে ছাত্র আন্দোলনে ভর করে ক্ষমতার পালাবদল হয়েছে। এবার সেই ছাত্র বিক্ষোভের মুখে মহম্মদ ইউনুস!
কেন ছাত্র বিক্ষোভ বাংলাদেশে? জানা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজের পড়ুয়াদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ছাত্ররা পাঁচ দফা দাবি জানিয়েছে। প্রথমত, ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করতে হবে। দ্বিতীয়ত, সাত কলেজের অতিরিক্ত পড়ুয়া ভর্তি করানো যাবে না। তৃতীয়ত, শিক্ষক সংখ্যা মাথায় রেখে পড়ুয়া ভর্তি করাতে হবে। চতুর্থত, সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক চালু করতে হবে। পঞ্চমত, সাত কলেজের ভর্তি ফি সংক্রান্ত স্বচ্ছতা সুনিশ্চিত করতে নির্দিষ্ট অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা করতে হবে।
আন্দোলনরত পড়ুয়ারা জানান, পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ছাত্রছাত্রীদের অপমান করেন। এর প্রতিবাদে তাঁরা রাস্তা অবরোধ করেন। তাঁদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি সহ–উপাচার্যকে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ উগরে দেন ছাত্ররা। আন্দোলনকারী ছাত্র- ছাত্রীরা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় ইউনুস অশনি সঙ্কেত দেখছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
ভিডিও দেখুন-