
ওঙ্কার ডেস্ক: একদা ছিল দুই যুযুধান পক্ষ। কিন্তু পুরনো শত্রুতা ভুলে বর্তমানে আরও কাছাকাছি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রকে। শুধু ট্রাম্পের দেশ নয়, রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ইজরায়েল, উত্তর কোরিয়া-সহ ১৮টি দেশ। যদিও প্রস্তাবটি বিপুল ভোটে গৃহীত হয়। এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত-সহ ৬৫টি দেশ।
উল্লেখ্য, চলতি বছরে গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বিদেশ নীতিতে একাধিক বদলের ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যে ভারত, বাংলাদেশ-সহ একাধিক দেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। উল্টো পথে হেঁটে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৪০ কোটি ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, জো বাইডেনের শাসনকালে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সেই দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনেও কথা বলেন ট্রাম্প।