
ওঙ্কার ডেস্ক- বিশ্বে বাজার দখলের লক্ষ্যে কড়া অবস্থান থেকে খানিকটা পিছু হটলো আমেরিকা। কানাডা, মেক্সিকোর পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা আপাতত স্থগিত থাকছে বলে জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু চিনা পণ্যের বিষয়টি নিয়ে আমেরিকার কোনো পরিমার্জিত সিদ্ধান্তের কথা জানা যায়নি। এই অবস্থায় পালটা হুঁশিয়ারি দিয়েছে চিন। বেজিং জানিয়ে দেয়, মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানো হচ্ছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। এমনিতেই গ্লোবাল মার্কেটে আমেরিকা চিনের লড়াই বরাবরের। মার্কিন সংস্থা গুগুলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গেরও অভিযোগ এনেছে বেজিং। যদিও চিনে গুগুল এমনিতেই নিষিদ্ধ। কিছু সংস্থার সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করে তারা।
বাজার আধিপত্যের লড়াইয়ে আমেরিকার নব্য অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে চিন অবশ্য বুঝিয়ে দিয়েছে ইটের বদলে পাটকেল আছে। চিনের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে, আমেরিকার একতরফা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে আঘাত করে। বিঘ্নিত করে দু’ দেশের স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ককেও। তাই আমেরিকাকে শিক্ষা দিতে চিনের এই কড়া অবস্থান বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এমন উদ্ভুত বানিজ্য যুদ্ধের আবহে তাই হয়তো শুরু হতে চলেছে এই প্রথম এত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা।
অবশ্য এর মধ্যে ট্রাম্প-ট্রুডোর ফোনালাপ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের সঙ্গে কথাবার্তায় ট্রুডো কি এমন ভেল্কি দেখালেন যে আপাতত পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প, আলোচনা এখন এই নিয়েই। ট্রাম্পের সঙ্গে কথা হয় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামেরও। এবার অপেক্ষা জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের কথাবার্তা কোন দিকে বয়।