
ওঙ্কার ডেস্ক: আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের বিমানটি অবতরণের পর সেটিতে আগুন লাগে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায়। যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেয়। বিমানের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে কলোরাডো স্প্রিংস বিমানবন্দর থেকে ডালাস ফোর্ট ওয়ার্থের দিকে যাচ্ছিল ফ্লাইট ১০০৬। মাঝ আকাশে ইঞ্জিনে ঝাঁকুনি টের পান চালক। তড়িঘড়ি ডেনভারে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ নাগাদ বিমানটি নিরাপদে অবতরণের পরে সেটিতে আগুন লেগে যায়।
বিমানের মধ্যে থাকা ১৭২ জন যাত্রী এবং ছয় জন ক্রুকে নিরাপদে বের করে আনা গিয়েছে বলে জানিয়েছেন এয়ারলাইন সংস্থার আধিকারিকরা। কেউ কোনও চোট পাননি বলে জানা গিয়েছে। এক আধিকারিক বলেন, ‘আমরা আমাদের ক্রু সদস্যদের, ডেন টিম এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানাই তাদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য।’
উল্লেখ্য এর আগে গত ২৮ ফ্রেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত হন। তার আগে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর জেজু এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটিতে থাকা ১৮১ জন আরোহীর ১৭৯ জনের মৃত্যু হয়।