
ওঙ্কার ডেস্ক: বালুচিস্তানে অশান্তির পিছনে ভারতের হাত রয়েছে বলে ফের একবার অভিযোগ করল পাকিস্তানেরর বিদেশ মন্ত্রক। সে দেশে ‘সন্ত্রাসবাদে উৎসাহ জোগাচ্ছে’ ভারত বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তোলে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। এর আগে পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনার পর নয়াদিল্লির দিকে আঙুল তুলেছিল ইসলামাবাদ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকত আলি খান এ বিষয়ে বলেছেন, ‘পাকিস্তানে সন্ত্রাসে উৎসাহ দেওয়া এবং বালুচিস্তানের স্থিতিশীলতাকে নষ্ট করার ক্ষেত্রে তাদের (ভারতের) যোগ থাকার বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট।’ যদিও এই অভিযোগের প্রতিক্রিয়া এখনও জানায়নি নয়াদিল্লি।
উল্লেখ্য, পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালুচ বিদ্রোহীরা। ট্রেনের ২১ জন যাত্রীকে হত্যা করে তারা। পাক সেনার তরফে পাল্টা অভিযান চালিয়ে ওই ঘটনায় ৩৩ জন বালুচ বিদ্রোহীকে খুন করা হয় বলে দাবি। ট্রেনে সেই হামলার পর পাকিস্তান অভিযোগ তুলেছিল এর নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে। যদিও সে সময় নয়াদিল্লির তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের নাম না-করে বলেছিলেন, ‘গোটা বিশ্ব জানে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায় রয়েছে।’ তিনি আরও বলেছিলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার দায় অন্যের উপর চাপানোর পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।’