
ওঙ্কার ডেস্ক: আমদানি করা গাড়িতে চড়া হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাস্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমদানি করা গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে সিঁদুরে মেঘ দেখছেন সে দেশের অর্থনীতিবিদ এবং শিল্পপতিরা।
শুল্ক চাপানো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন বৃদ্ধি হবে একদিকে। অন্যদিকে বছরে অতিরিক্ত ১০ হাজার কোটি ডলার রাজকোষে ঢুকবে। কবে থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে তা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, আগামী ২ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং ৩ এপ্রিল থেকে শুল্ক কাটা হবে।
উল্লেখ্য, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে শুল্ক চাপানোর কথা বলে আসছেন। ট্রাম্প আগেই আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে শুল্ক চাপানোর কথা বলেছিলেন। এবার তা কার্যকর করতে চলেছেন। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে অর্থনীতিবিদ এবং শিল্পপতিরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মত, হঠাৎ করে দেশে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করা যায় না। তা ছাড়া অতিরিক্ত শুল্ক চাপলে গাড়ি কেনা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। সে ক্ষেত্রে উৎপাদন হ্রাস পেতে পারে বলে মত তাঁদের।