
ওঙ্কার ডেস্ক : অবশেষে ইউক্রেন নিয়ে ট্রাম্পের প্রস্তাবে সায় দিল রাশিয়া। হামলারর তিন বছরের মাথায় আমেরিকার সঙ্গে মঙ্গলবার শান্তিবৈঠকে অংশ নিতে চলেছে রাশিয়া। দু’পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধি স্তরের এই বৈঠক হবে সৌদি আরবে। ক্রেমলিনের তরফে এ কথা জানান হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এরপর রাশিয়া এই বৈঠকে সম্মতি জানায়।
গত বছর আমেরিকায় নির্বাচনের প্রচারপর্বে ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। নভেম্বরে ভোটে জেতার পরে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন এই প্রবীণ রিপাবলিকান নেতা। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে ইউক্রেন ইস্যুতে নজর ছিল আন্তর্জাতিক মহলের। এমনিতে ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সমীকরণ ‘মসৃণ’, ফলে একটা আশার আলো দেখা যাচ্ছিল। অনেকেই মনে করেছিলেন এবার বোধ হয় ইউক্রেনে শান্তির পথ খুলবে। অবশেষে সেই প্রত্যাশার প্রথম পদপক্ষেপ হিসেবে বৈঠক হচ্ছে মঙ্গলবার।