
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বাণিজ্য, অপরাধী প্রত্যর্পণ-সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, দুই রাষ্ট্র প্রধানের বৈঠকে ভারতকে অস্ত্র দেওয়ার কথাও আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এফ-৩৫ ফাইটার জেট দেবে বলে জানা গিয়েছে।
নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা ভারতে মিলিটারি সরঞ্জামের বিক্রি কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব। ভারতকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট দেওয়ার পথও সুগম করা হবে।’ যদিও কতদিনের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র কিনবে ভারত সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কূটনৈতিক শিবিরের দাবি, যুদ্ধাস্ত্র সরবরাহ নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দুই দেশের সামরিক শক্তির মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর পরিমাণে যুদ্ধ সরঞ্জাম কিনেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০৮ সাল থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭৩ হাজার ৬৪০ কোটি টাকা।