
ওঙ্কার ডেস্ক: পাঁচ লক্ষের বেশি অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার পথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। কোন কোন দেশের অভিবাসীদের আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হবে তাও জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাইতি, ভেনেজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবার অভিবাসীদের আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হবে।
আশঙ্কা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বিতাড়নের মুখে পড়তে চলেছে প্রায় পাঁচ লক্ষ ৩২ হাজার অভিবাসী। ২০২২ সালের অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার জন্য দুই বছরের অনুমতি দেওয়া হয়েছিল তাঁদেরকে। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নয়েম বলেছেন, ২৪শে এপ্রিল বা ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন পরে তারা আইনি সুরক্ষা হারাবেন।
উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রেরে প্রেসিডেন্ট এর নির্বাচনে অংশ নেওয়ার পর ভোটের প্রচারে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষকে তিনি বিতাড়ন করবেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসা এবং থাকার জন্য আইনি পথও বন্ধ করে দিচ্ছেন। প্রসঙ্গত, ক্ষমতায় এসেই কয়েক দফায় ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের তরফে এই ঘোষণার পর আশঙ্কায় ভুগছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ওই চার দেশের নাগরিকেরা।