
ওঙ্কার ডেস্ক: ময়ানমারে উৎপন্ন হওয়া ৭.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী থাইল্যান্ডে একটি ৩০ তলা বিশিষ্ট নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ৪৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সূত্রের খবর, থাইল্যান্ডের সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ওই বহুতলটি নির্মাকন করা হচ্ছিল। ব্যাংককের উত্তরে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যে বহুতলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সেদেশে ভূমিকম্পের ফলে কত জন মানুষের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যালোচনার জন্য থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার জরুরি বৈঠক করেন। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তাঁর নির্ধারিত সরকারি সফর বাতিল করেছেন তিনি।
অন্যদিকে ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ময়ানমারে। সেদেশের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আহতদের ভিড়ে হাহাকারের পরিবেশ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসপাতালে জায়গা না হওয়ায় আহতদের রাস্তায় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের তরফে মৃতের সংখ্যা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সারা দেশ থেকে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমে দাবি। যার মধ্যে ১০ জন মসজিদ ভেঙে চাপা পড়েছেন মান্দালয়ে নামাজ পড়ার সময়।