
ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক চাপিয়ে কার্যত ‘বাণিজ্য যুদ্ধের’ সূচনা করেছেন। এই আবহে এবার মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার মার্কিন নাগরিক।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলির রাস্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিভেদমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান বহু মানুষ। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। সরকারি কর্মীদের ছাঁটাই করা থেকে শুরু করে বাণিজ্য শুল্ক এবং নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ন করা নিয়ে মার্কিন নাগরিকদের মনে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। তার বহিঃপ্রকাশ ঘটল শনিবার ওয়াশিংটন, নিউইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো এবং লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। ম্যানহাটনের মিছিলে যোগ দিয়ে ৪৩ বছর বয়সী চিত্রশিল্পী শাইনা কেসনার বলেন, ‘আমি খুব রাগান্বিত, একদল সুবিধাভোগী, অভিযুক্ত শ্বেতাঙ্গ ধর্ষক আমাদের দেশকে নিয়ন্ত্রণ করছে। এটা ভালো নয়।’
৬৪ বছর বয়সী একজন বাইক ট্যুর গাইড ডায়ান কোলিফ্রাথ বলেন, ‘নিউ হ্যাম্পশায়ার থেকে বাস এবং ভ্যানে করে আমাদের প্রায় ১০০ জন লোক নেমে এসেছেন এই জঘন্য প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে।’ কলোরাডোর ডেনভারে বিক্ষোভকারীদের বিশাল মিছিলের মধ্যে একজন ব্যক্তির হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও রাজা নেই।‘ যদিও শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘আমার নীতির কখনও পরিবর্তন হবে না।’