
ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ছবি গোটা বিশ্ব দেখেছে। সন্ত্রাসবাদের নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ। তবে তুরস্কের তরফে পাকিস্তানকে সমর্থন করা হয়েছিল। বর্তমানে নয়াদিল্লি ও ইসলামাবাদ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এই আবহে এবার ভারতের ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে মেসার্স সেলেবি নামক তুর্কি বিমানবন্দর পরিষেবা সংস্থার। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কেবল মেসার্স সেলেবি নয়, এর সহযোগী সংস্থাগুলির নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করেছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। ভারত সরকারের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের দেশ এবং আমাদের সহ-নাগরিকদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। জাতীয় স্বার্থ এবং জননিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাথে আপস করা যাবে না।’
এছাড়াও, যাত্রীদের সুবিধা, পণ্য পরিবহন এবং পরিষেবার ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী এবং পণ্য পরিবহনের নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করার জন্য সমস্ত বিমানবন্দরে ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মন্ত্রক বিমানবন্দর অপারেটরদের সঙ্গে সক্রিয় ভাবে সমন্বয় রাখছে।