
ওঙ্কার ডেস্ক: মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছল মহাকাশযান। রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে নেমেছে বলে জানা গিয়েছে। পৃথিবী থেকে যাওয়া নভশ্চরদের আলিঙ্গন করলেন সুনীতা এবং বুচ।
দীর্ঘ নয় মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা, বুচ-সহ চার জনকে নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযানটি। ক্রিউ-১০ নামের ওই মহাকাশযানে গিয়েছেন পৃথিবী থেকে আরও চার নভশ্চর। তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের টাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ। ওই চারজন মহাকাশ স্টেশনে পৌঁছতে উচ্ছ্বাসে ফেটে পড়েন সুনীতা এবং বুচ। চার জনের সঙ্গে আলিঙ্গন করেন তাঁরা। সুনীতা ও বুচের সঙ্গে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আট দিন পর তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে মহাকাশযানে চেপে তাঁরা যান, সেটির যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকি নিতে চায়নি নাসা। সেই যানে করে সুনীতাদের ফেরানোর সিদ্ধান্ত বাতিল করা হয়। কিন্তু পরবর্তীতে নাসার অভিযান একাধিকবার বাধার মুখে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পর তাঁদেরকে ফিরিয়ে আনার জন্য দায়িত্ব দেন ইলন মাস্ককে। মাস্কের সংস্থা স্পেসএক্সের তরফে পাঠানো সেই মহাকাশযানে ফিরবেন সুনীতারা।