
ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। গত ২৫ জানুয়ারি এই নির্দেশ দিয়েছিল আদালত। এবার আদালতের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানা। ভারতে তার উপর অত্যাচার করা হতে পারে বলে আশঙ্কা ওই অভিযুক্তের।
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে বন্দি রয়েছেন। ভারতে প্রত্যর্পণের যে নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্ট দিয়েছিলে তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে সে আদালতের কাছে। আদালতের কাছে আবেদনপত্রে তিনি লিখেছেন, ‘আমি পাকিস্তানি এবং মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর অত্যাচার চালাবে বলে আশঙ্কা করছি।’
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলায় তাহাউর রানার যোগ পেয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে হাতে পেতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। অবশেষে গত ২৫ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাকে ভারতের কাছে প্রত্যর্পণের অনুমোদন দেয়। যার ফলে তাকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে নয়াদিল্লি। এবার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় প্রত্যর্পণের প্রক্রিয়াটি থমকে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ভিডিও দেখুন-