
ওঙ্কার ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এফ-১৬ যুদ্ধবিমান দিল ইউরোপের দুই দেশ। এই মর্মে একটি নতুন চালান ইউক্রেনে পৌঁছেছে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান তাঁদের কাছে এসেছে, তবে কতগুলো পেয়েছেন তাঁরা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। কোন দেশ যুদ্ধবিমান দিয়েছে সে বিষয়েও মুখ খোলেননি জেলেনস্কি। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও নরওয়ে থেকে সেগুলি তারা পেয়ে থাকতে পারে।
উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহে ইউক্রেনের এফ-১৬ পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন এবং রোমানিয়ার মতো নেটো জোটভুক্ত দেশগুলি। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম দাবি করেছিল, সুমি ওব্লাস্টে একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। যদিও ইউক্রেনের বিমান বাহিনীর তরফে সেই দাবি অস্বীকার করা হয়েছে। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছিল। ২০২৫ সালেও নেদারল্যান্ডস এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে ইউক্রেনকে।