
ওঙ্কার ডেস্ক: ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-কে নিষিদ্ধের দাবি জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের এক কমিটি। ২০২৩ সালে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তানিদের মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতে নিকেশ করার ছক কষা হয়েছিল বলে ওই মার্কিন কমিটির অভিযোগ। এই কাজে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ জড়িত ছিল বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কমিটি। শুধু তাই নয় ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও সরব হয়েছে ওই মার্কিন কমিটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, খলিস্তানি এক নেতাকে খুনের ছক কষেছিলেন ভারতের প্রাক্তন গুপ্তচর বিকাশ যাদব। যা প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে মার্কিন বিচার বিভাগ। যদিও সেই সময় নয়াদিল্লির তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছিল।
মঙ্গলবার প্রকাশিত মার্কিন কমিটির ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকারের অবনতি ঘটে ২০২৪ সালে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ ও বৈষম্য-বঞ্চনার পরিমাণ আরও বেড়ে যায় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মুসলিমদের প্রতি ঘৃণাভাষণ ও মিথ্যা অপপ্রচার চালিয়েছিলেন বলে অভিযোগ। গতবছর মুসলিমদের অনুপ্রবেশকারী বলে মোদী মন্তব্য করেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যখনই ভারতের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নিপীড়ন সংক্রান্ত কোনও অভিযোগ আসে তখনই সেটিকে একপেশে বলে কাটিয়ে দিয়েছে। যদিও মার্কিন কমিটির ওই রিপোর্ট নিয়ে ভারতের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি।