
ওঙ্কার ডেস্ক: ভারতকে যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, তেজস যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য ৭১ কোটি ৬০ লক্ষ ডলারের ভারতীয় মুদ্রায় প্রায় ৬১৫৭ কোটি টাকার চুক্তি হয়েছে। যে চুক্তি অনুযায়ী তেজস নির্মাণকারী ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-কে ৯৯টি ইঞ্জিন সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের জিই।
জানা গিয়েছে, চলতি ২০২৫ সালে ভারতে তৈরি তেজস মার্ক-১এ যুদ্ধবিমানের জন্য এফ১০৪ ইঞ্জিন পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইঞ্জিন নির্মাণকারী সংস্থা জেনারেল ইলেকট্রিকস বা জিই অ্যারোস্পেস চলতি বছরেই ১২টি ইঞ্জিন পাঠাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভারতকে যুদ্ধবিমানের ইঞ্জিন পাঠানো নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। ইঞ্জিন সরবরাহের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বিধি নিষেধ আরোপ করতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু সব শেষে সেই আশঙ্কার অবসান হল।
কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ২০২১ সালের প্রথম দিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি চতুর্থ প্রজন্মের ‘লাইট কমব্যাট এয়ারক্র্যাফট’ তেজসের উন্নত সংস্করণ মার্ক-১এ কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছিল। তার পরেই বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু করেছিল হ্যাল। মূলত রুশ মিগ-২১-এর পরিবর্ত হিসাবেই এই যুদ্ধবিমান ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।