
ওঙ্কার ডেস্ক: ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র যে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল তা ফাঁস হয়ে গিয়েছে। আর যে ঘটনার পর ট্রাম্প প্রশাসনের অন্দরে চলছে দায় ঠেলাঠেলির পালা। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছোট গ্রুপে, যেখানে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল, ভুল করে সেই গ্রুপে এক সাংবাদিককে যুক্ত করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। আর যার ফলে হামলার পরিকল্পনা প্রকাশ্যে আসে।
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের। বুধবার প্রতিরক্ষা সচিবের নামক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উনি খুব ভাল কাজ করছেন। উনি এই বিষয়ে (তথ্য ফাঁস) কিছুই করেননি।’ মার্কিন প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়ালেও তথ্য ফাঁস হওয়ার জন্য দায় ঠেলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের দিকেই। তিনি বলেন, ‘ওয়াল্টজ এর দায় নিয়েছেন।’
উল্লেখ্য, মার্কিন আধিকারিক ভুল করে গ্রুপে যে সাংবাদিককে যুক্ত করেছিলেন, তাঁর নাম জেফরি গোল্ডবার্গ। তিনি ‘দি আটলান্টিক’ ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ। হামলার খবরটি ওই ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়। আর এর পর নিজেদের ভুলের কথা স্বীকার করে নেয় হোয়াইট হাউস। অন্যদিকে এই ঘটনার পর সরব হয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। এই ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছে তারা।