
ওঙ্কার ডেস্ক: মুক্তি দিতে হামাস তিনজন ইজরায়েলি বন্দির নাম প্রকাশ করার পর যুদ্ধবিরতি কার্যকর হল গাজায়। ফলে গত ১৫ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের সমাপ্তি হল। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ১১টা ১৫ নাগাদ হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
রবিবার কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজিদ আল আনসারি এক বিবৃতিতে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এদিনই ইজরায়েলের হাতে তিনজন বন্দিকে তুলে দেওয়া হবে। ওঁরা তিনজনই ইজরায়েলের নাগরিক।’ সূত্রের খবর, তিন বন্দির নামও প্রকাশ করা হয়েছে হামাসের তরফে।
অন্যদিকে, যুদ্ধবিরতিতে দেরির সময়েই এদিন গাজার উপর হামলা চালায় ইজরায়েলি সেনা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে ইজরায়েলের বিমান হামলার জেরে প্যালেস্তাইনের ১৩ জন নাগরিক নিহত হয়েছেন।