
ওঙ্কার ডেস্ক : অবশেষে পরিস্থিতির কাছে মাথা নোয়ালো পাকিস্তান। শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধ বিরতি ঘোষিত হল। যদিও পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধবিরতি শর্তসাপেক্ষ। এতে সিন্ধু জল চুক্তি স্থগিত করা সহ প্রতিবেশী দেশের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে ভারতের অবস্থানের কোনও পরিবর্তন হচ্ছে না বলে বিদেশ দফতর সূত্রে জানা গেছে।
বিদেশ দফতর জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনার পদক্ষেপটি পাকিস্তান শুরু করে। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি বিবৃতি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যেখানে বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যা আপোষহীন অবস্থান রয়েছে তার পরিবর্তন হবে না।