
স্পোর্টস ডেস্ক :সপ্তাহ ঘোরেনি, তার আগেই রাগ ভুলে গিয়ে কেএল রাহুলকে বুকে জড়িয়ে ধরলেন সঞ্জীব গোয়েঙ্কা। হয়তো ড্যামেজ কন্ট্রোল! হয়েতা নিছকই সৌজন্যতা! তবু ক্যাপ্টেনকে ডিনারে ডেকে ভুল বোঝাবুঝির অবসান ঘটালেন লখনউ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ৮ মে, হায়দরাবাদের কাছে ম্যাচ হেরে মাঠেই কেএল রাহুলের প্রতি ফুঁসে উঠেছিলেন শিল্পপতি। মেজাজ ধরে রাখতে পারেননি তা স্পষ্ট সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে। এরপরইএমন আচরণের সমালোচনা শুরু হয় নেটিজেনদের। জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে অপমান! প্রকাশ্যে! নিন্দার ঝড়ে অবশ্য মালিকপক্ষ বা রাহুলের পক্ষে কেউই কোনও মন্তব্য করেননি। এখনও ম্যাচ বাকি। তার আগেই কেএল রাহুলকে নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানান সঞ্জীব গোয়েঙ্কা। ১৩ মে, দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে সেই ছবিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে দু’জনে হ্যান্ডশেক করছেন। গোয়েঙ্কা বুকে জড়়িয়ে ধরছেন রাহুলকে।