
স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে এবারের আইপিএল-এর। চলতি বছর কোটিপতি লিগের ১৭তম সংস্করণ আয়োজিত হতে চলেছে। আর এই প্রতিযোগিতা শুরুর আগেই নাম বদল করে ফেলল বিরাট কোহলি’দের ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল-এর প্রথম সংস্করণ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে খেলত আরসিবি। কিন্তু চলতি বছর থেকে আর পুরনো নামে খেলবে না তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে এবার থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামে খেলবে বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসিস’দের দল। গত মঙ্গলবার সরকারি ভাবে ঘোষণা করেছে তারা। আসলে ২০১৪ সালে ব্যাঙ্গালোর নাম পরিবর্তন করে বেঙ্গালুরু হয়েছিল। কিন্তু, RCB দল তার নামের কোনও পরিবর্তন না করেই পুরনো নামে খেলত। তবে চলতি বছর থেকে তা বদলে গেল।
আসন্ন আইপিএল-এ আরসিবি’র স্কোয়াড: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লোমর, কর্ণ শর্মা, মনোজ ভান্দগে, মায়াঙ্ক ডাগর, বিজয় কুমার বিশাক, আকাশদীপ, মহম্মদ সিরাজ, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।