
স্পোর্টস ডেস্ক :১৯ ডিসেম্বর বসবে iplনিলামের আসর। এই প্রথমবার বিদেশের মাটিতে হবে নিলাম। মিনি নিলাম হলেও এটা রেকর্ড তৈরি করবে। কারণ অতীতে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম বিদেশে হয়নি।এবার নিলামে মোট ১১৬৬ জন প্লেয়ার নাম লিখিয়েছেন। মোট জায়গা খালি রয়েছে ৭৭টা। অর্থাৎ, এই কয়েকটা স্লটের জন্য এতজন প্লেয়ারের মধ্যে লড়াই দেখা যাবে। এই ৭৭ জন প্লেয়ারের মধ্যে ৩০ জন প্লেয়ার বিদেশি। ১০টা দলের হাতে মোট রয়েছে ২৬২.৯৫ কোটি টাকা। ২০২৫ সালে মেগা নিলামের আগে এটা মিনি নিলাম হতে চলেছে। এবার প্রতিটা দল একটা মরশুমের জন্য দল তৈরি করবে।
এবার নিলাম মিনি হলেও চাহিদা অনেক বেশি। কারণ এবার নিলামে নাম লিখিয়েছেন ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মত প্লেয়াররা। প্রত্যেকেই তাঁদের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি। লোকসভা ভোটের কারণে এবারের আইপিএলের বিদেশের হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে ফ্রাঞ্চাইজিরা রাজি নয়। সেই কারণে দেখা নিলামের মত টুর্নামেন্টও বিদেশে হয় নাকি!