
স্পোর্টস ডেস্ক :শহরের মানুষের পালস ধরে আইপিএল মরসুমে নিজেদের খাদ্য তালিকাকে আইপিএল-এর দশ ফ্র্যাঞ্চাজির নামের সঙ্গে তাল মিলিয়ে সাজালো ব্যানিয়ন ট্রি গ্রুপের হোটেল ব্যানিয়ান এক্সপ্রেস রেস্টুরেন্ট।
আইপিএল গভার্নিং বডির সদস্য অভিষেক ডালমিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র যুগ্মসচিব দেবব্রত দাস এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিবশঙ্কর পালের উপস্থিতিতে নিজেদের নতুন মেন্যু সামনে আনল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সংস্থার প্রধান প্রবীর রায় চৌধুরির উপস্থিতিতে এই উদ্যোগের প্রশংসা করেন প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক এবং তিনি নিজেও একটি পদ চেখে দেখেন।
এই রেস্টুরেন্টে ক্রিকেটপ্রেমী বাঙালিরা প্রতিদিন সন্ধ্যায় নানান স্বাদের খাবারের সঙ্গে জায়েন্ট স্ক্রিনে বন্ধু-বান্ধব এবং পরিবারপরিজনের সঙ্গে দেখতে পারবেন বিশ্ব ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় লিগ আইপিএল, সঙ্গে দোসর আইপিএল কেন্দ্রিক খাদ্যের উপর ২০ শতাংশ ছাড়।