
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই রাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন । শুক্রবারই নতুন প্রধানমন্ত্রী পেয়েছিল বৃটেনবাসী। ভারতীয় বংশদ্ভুত কনজারভেটিভ পার্টির ঋষি সুনককে বিপুল ভোটে পরাজিত করে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কুর্শি দখল করেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার। আর শনিবার নতুন প্রেসিডেন্ট পেল ইরান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রইসির উত্তরসুরি হিসেবে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানকেই বেছে নিলেন ইরানবাসী। প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৪০ লক্ষ ভোটে নিকটতম প্রতিদ্বন্ধী সইদ জালিলিকে পরাজিত করেন তিনি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে পেজেশিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লক্ষ ভোট, আর জালিলি পেয়েছেন ১ কোটি ৩০ লক্ষ ভোট। এবার ইরানের প্রেসিডেন্ট পদে মোট ৪ জন প্রতিদ্বন্ধিতা করেছিলেন। ইরানের সংবিধান অনুসারে রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর। তবে এবারের ভোটে মহম্মদ মোখবর লড়েন নি। প্রসঙ্গত ইরানের সংবিধান অনুসারে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় দফার ভোটে নিকটতম প্রতিদ্বন্ধী জালিলিকে হারিয়ে ইরানের প্রেসিডেন্টের কুর্শিতে বসলেন সংস্কারপন্থী নেতা পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ মাসুদ পেজেশকিয়ান। বৃটেনের নয়া প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং প্রতিবেশি দেশ ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সঙ্গেই এক সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মোদি। কিন্তু দুই দেশেই রাষ্ট্রপ্রধান পরিবর্তন হওয়ায় বিদেশনীতির ক্ষেত্রে আপাতত জল মাপছে নয়াদিল্লি। এমনিতে ঋষি সুনক এবং রাইসির সময় লন্ডন, তেহেরানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ছিল ভালই। এবার দেখার তৃতীয় টার্মে মোদির সঙ্গে কিয়ের স্টার্মার এবং মাসুদ পেজেশকিয়ানের রসায়ন কি দাঁড়ায়।