
স্পোর্টস ডেস্ক :হাতে সময় রয়েছে র মাত্র ৪৮ ঘন্টা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে কোন উইকেট কিপারকে নিয়ে ভারতীয় দল মাঠে নামবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। ঈশান কিষাণ ও কেএস ভরতকে নিয়ে এখনও পর্যন্ত নানান হিসাব নিকাশ চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে কে খেলবেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এখনও পর্যন্ত ইশান কিষাণ নাকি কেএস ভরত খেলবেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।
বর্ডার গাভাসকর ট্রফিতেই ভারতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেক হয়েছিল কেঅএস ভরতের। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় দলের প্রথম উইকেটকিপার হিসাবে খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলের হয়ে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি কেএস ভরত। সেই থেকেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই ইশান কিষাণকে খেলানোর বার্তাও দিয়েছিলেন অনেকে।এবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেও ম্যাচ শুরু হওয়ার আগে ইশান কিষাণকেই খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। ভারতীয় স্কোয়াডে ইশান কিষাণকে রাখা হলেও, একইসঙ্গে কেএস ভরতকেও সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইশান কিষাণকে খেলানের পরামর্শই দিয়েছিলেন সকলে। শেষপর্যন্ত কী হয় তা তো টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দলের অভিষেক হয়নি ইশান কিষাণের। এবার সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।