
স্পোর্টস ডেস্ক :—-টেস্ট ম্যাচ কি খেলতে চান না ভারতীয় দলের উইকেটকিপার ঈশান কিষান! কারণ দক্ষিণ আফ্রিকা সফর থেকে অজানা কারণে নিজেকে সরিয়ে নিলেন।ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে-ঈশান কিষাণই বোর্ডকে আবেদন করেছিলেন তাঁকে যাতে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত ঈশানের। যদিও সেটা পরিষ্কার করা হয়নি। ওয়ান ডে সিরিজের আগে মেডিক্যাল এমারজেন্সির কারণে দীপক চাহার সরে দাঁড়িয়েছিলেন। ঈশানের ক্ষেত্রে কারণ ঠিক কী, সেটা এখনও ধোঁয়াশা। ঈশানের পরিবর্তে শ্রীকার ভরতকে টেস্ট স্কোয়াডে যোগ করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রীকার ভরতকে খেলানো হয়েছিল। পরের সিরিজেই বাদ পড়েন শ্রীকার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল ঈশান কিষাণের। দক্ষিণ আফ্রিকায় তিনিই ছিলেন প্রথম পছন্দের কিপার। ঋষভ পন্থ না থাকায় ঋদ্ধিমান সাহাকে ভারত আবার বাদ দেয় ফলে লাল বলের ক্রিকেটে উইকেটের পেছনে এখনও অন্ধকারে টিম ইন্ডিয়া।এখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার তাঁদের কাছে সেরা সুযোগ দুর্বল দক্ষিণ আফ্রিকাকে হারানোর।