
গোপাল শীল,গঙ্গাসাগর:
লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগরে তৃণমূল ও বিজেপিতে বড়সড়ো ভাঙ্গন ধরালো আইএসএফ।
দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের রাধাকৃষ্ণ পুরের ১২২ নম্বর বুথের বিজেপির সভাপতি ও তৃণমূলের কয়েকজন সমর্থক সহ প্রায় কুড়িটি পরিবার যোগ দিলো আই এস এফে। এদিন আইএসএফের সভাপতির হাত থেকে ওই কুড়িটি পরিবার আই এস এফ এর পতাকা তুলে নেয়।,এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এই ব্যাপারে গঙ্গাসাগর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শোভন জানার দাবি তাদের ফলের কেউ আই এস এফ এ যোগদান করেনি। এটি সম্পূর্ন মিথ্যা প্রচার ।
তবে বিজেপির মোথারাপুর সাংগঠনিক জেলার কনভেনার অরুনাভ দাস স্বীকার করেন তাদের দল থেকে কয়েকটি পরিবার আই এস এফে যোগ দিয়েছে।, তবে লোকসভায় তার প্রভাব পড়বে না ।বাংলার রাজনীতি তে ছোট দল হিসাবেই পরিচিত আই এস এফ।কিন্তু লোক সভা নির্বাচনের আগে সেই দলে বিজেপি এবং তৃনমূল থেকে ২০ টি পরিবার যোগ দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।