
স্পোর্টস ডেস্ক : আইএসএলের দ্বিতীয় ধাপের সূচি প্রকাশ করলো এফএসডিএল। সেপ্টেম্বর মাসে এফএসডিএল ৩০ ডিসেম্বর অবধি সূচি প্রকাশ করে এবারে পুরো সূচি প্রকাশ করলো। সেখানে নতুন বছর ২০২৫ সালে ২ জানুয়ারি মাঠে নামবে মোহনবাগান ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে ৬ জানুয়ারি মাঠে নামবে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যুবভারতীতে । ১১ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে মহামেডান।আর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মধ্যে দ্বিতীয় লেগের ডার্বি হবে ১১ জানুয়ারি সেটা মোহনবাগানের হোম ম্যাচ। মহমেডান এবং মোহনবাগানের মধ্যে দ্বিতীয় লেগের মিনি ডার্বি হবে ১ ফেব্রুয়ারি আর মহামেডান ও ইস্টবেঙ্গলের মধ্যে দ্বিতীয় ডার্বি হবে ১৬ ফেব্রুয়ারি। সব ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।১২ মার্চ শেষ হবে লিগের খেলা। প্লে অফ আর ফাইনালের তারিখ পরে ঠিক হবে।