
স্পোর্টস ডেস্ক : ২৮ অক্টোবর মরসুমের প্রথম isl ডার্বি –প্রকাশ পেল ২০২৩-২৪ মরসুমের আইএসএলের সূচি। আর ২৮ অক্টোবর মরসুমের প্রথম ডার্বি। রাত ৮ টায় যুবভারতীতে। আর ২৮ অক্টোবরই ইডেনে রয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস বিশ্বকাপ ম্যাচ ফলে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন রয়েই গেলো। নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে। ইস্টবেঙ্গলও ২৫ সেপ্টেম্বর তারা খেলবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে যুবভারতীতে প্রথম ম্যাচে নামবে ।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে isl। প্রথম ম্যাচে দক্ষিণী ডার্বি কোচিতে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। এ বারের আইএসএলে রাতের ম্যাচ শুরু হবে ৮টা থেকে। যে দিন দু’টি করে ম্যাচ রয়েছে, সেই দিনগুলিতে প্রথম ম্যাচ বিকেল ৫.৩০টা থেকে।যদিও এটা প্রথম ভাগের সূচি দ্বিতীয় ভাগ পরে দেবে এফএসডিএল। ফেডারেশন থেকে এশিয়ান কাপের ক্যাম্পের জন্য আইএসএল দেরিতে করার অনুরোধ করা হলেও এফএসডিএল সেই কথা রাখেনি। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এক নজরে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের প্রথম পর্বের সূচি দেখে নিন।
আইএসএলের প্রথম ভাগে ইস্টবেঙ্গলের সূচি—
২৫ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর (যুবভারতী, রাত ৮টা)
৩০ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ (যুবভারতী, রাত ৮টা)
৪ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)
২১ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (গোয়া, রাত ৮টা)
২৮ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (যুবভারতী, রাত ৮টা)
৪ নভেম্বর ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)
২৫ নভেম্বর ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি (চেন্নাই, রাত ৮টা)
৪ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী, রাত ৮টা)
৯ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব (যুবভারতী, রাত ৮টা)
১৬ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)
২২ ডিসেম্বর ইস্টবেঙ্গল বনাম ওড়িশা (যুবভারতী, রাত ৮টা)
আইএসএলের প্রথম ভাগে মোহনবাগান সুপার জায়ান্টের সূচি—–
২৩ সেপ্টেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা)
২৭ সেপ্টেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা)
৭ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়ান (চেন্নাই, রাত ৮টা)
২৮ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা)
১ নভেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা)
২ ডিসেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা)
৬ ডিসেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা)
১৫ ডিসেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা)
২০ ডিসেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)
২৩ ডিসেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা)
২৭ ডিসেম্বর মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)