
স্পোর্টস ডেস্ক : সুপার কাপ শুরুর আগে মোহনবাগান ভক্তদের জন্য খুশির খবর অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলি। এদিন মোহনবাগান মাঠে অনুশীলনে জিম করলেন। তাকে দেখতে বাগান সমর্থকদের উন্মাদনা দেখা যায়। যদিও তিনি সুপার কাপে খেলবেন না। চোট আছে হামতেরও।দলের নতুন কোচ আন্টেনিও লোপেজ হাবাসের সোমবার ভিসা আসবে। মঙ্গলবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন।গত ২৪ অক্টোবর এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পান আনোয়ার। তারপর থেকে আর সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে মোহনবাগান ডিফেন্সকে একেবারে ভঙ্গুর করে দি্য়েছিল। এএফসি কাপে ওড়িশা এফসির কাছে পাঁচ গোল হজম করে সবুজ মেরুন দল। তারপর বছর শেষে আইএসএলে হারের হ্যাটট্রিক। নতুন বছরের শুরুতেই পদত্যাগ করেন কোচ জুয়ান ফেরান্দো। তাঁর পরিবর্তে কোচ হয়েছেন হাবাস।এমনিতে মরশুম শুরুর আগে যে রকম শক্তিশালী দল গড়েছিল মোহনবাগান তাতে মরশুমে মাঝখানে উল্লেখযোগ্য বদল আনার প্রয়োজন ছিল না। কাতার বিশ্বকাপে নামা সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস ও আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরোয়ার্ড আরমান্দো সাদিকু যোগ দেন তাদের শিবিরে। তার আগের মরশুমে দলে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার তারকা অ্যাটাকার দিমিত্রিয়স পেট্রাটস ও ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমৌস তো ছিলেনই সবুজ-মেরুন শিবিরে।
রক্ষণের দায়িত্ব গত মরশুমে দলে যোগ দেওয়া ব্রেন্ডান হ্যামিল, আশিস রাই ও পুরনো সঙ্গী শুভাশিস বোসের ওপর ছিলই। তাঁদের সঙ্গে যোগ দেন ক্রিশ্চিয়ান রোনাল্ডোর বিরুদ্ধে খেলা স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে।