
নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। হামলার কয়েক ঘণ্টা কাটতেই রবিবার সকালে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক। যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। অবিলম্বে শান্তির দাবিও জানিয়েছে নয়াদিল্লি।
ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েল এবং ইরানের শত্রুতায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। পশ্চিম এশিয়ায় শান্তি বিঘ্নিত করছে এই আক্রমণ। অবিলম্বে হামলা থামিয়ে শান্তি স্থাপনের দাবি জানিয়েছে নয়া দিল্লি। হিংসার পথ থেকে সরে কূটনীতির পথে শান্তির কথা বলা হয়েছে বিবৃতিতে।
পাশাপাশি সে দেশে আটকে পড়া ভারতীয়দের জন্যও বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গোটা পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।’