
নিজস্ব প্রতিনিধি: চাঁদের পর এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর লক্ষ্য সূর্য। সৌর অভিযানের জন্য তৈরি করা হয়েছে আদিত্য এল ১ মহাকাশযান। আদিত্য এল ১ আগামী ২রা সেপ্টেম্বর রবিবার সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে সোমবার একটি ট্যুইট করে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রবিবার সকাল ১১.৫০ এ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হবে আদিত্য এল ১ মহাকাশযানকে। ইসরো সূত্রে জানা গেছে, সূর্যের বহির্ভাগের পরিবেশের বিভিন্ন স্তর পর্যালোচনা করবে এই মহাকাশযান। এছাড়াও সূর্যের ১৫ লক্ষ কিলোমিটারের মধ্যে সৌর ঝড় পর্যবেক্ষণ করতে যাবে আদিত্য এল ১। সূর্যের উদ্দ্যেশে এই প্রথম ইসরো থেকে কোন মহাকাশযান রওনা দেবে। ইসরো সূত্রে আরও জানা গেছে, সূর্য পৃথিবীর মধ্যবর্তী কক্ষপথে মহাকাশযানটি বসানোর পরিকল্পনাও রয়েছে। প্রসঙ্গত,২৩ শে আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর সফল অভিযানের পর এবার ভারতবাসীর নজর আদিত্য এল ১ এর দিকে।